প্রকাশিত: Fri, Aug 11, 2023 9:08 PM
আপডেট: Tue, Jan 27, 2026 6:32 PM

[১]পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি [২]বান্দরবান ও কক্সবাজারে সড়ক-মৎস্য খাতে ব্যাপক ক্ষতি

হাবিবুর রহমান: [৩] কক্সবাজারের রামু, উখিয়া, ঈদগাঁও, মহেশখালী, পেকুয়া ও চকরিয়া উপজেলার বন্যাকবলিত এলাকার সড়ক উপসড়ক গুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

[৪]একই চিত্র পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলিকদম ও নাইক্ষ্যংছড়ির বাইশারী। নষ্ট হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি, যানবাহন, দোকানের মালামাল। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে মাছের ঘের।

[৫]বিভিন্ন ইউনিয়নের লোকালয় থেকে ঢলের পানি নামলেও ঘরে ঘরে বেড়েছে জনদুর্ভোগ। বিশেষ করে দুর্গত এলাকার লোকজন বিশুদ্ধ পানীয়জল ও শুকনো খাবার নিয়ে চরম সংকটে পড়েছেন।

[৬]কক্সবাজারের বিভিন্ন উপজেলাউপজেলা ঘুরে দেখা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ডুবে থাকা পুরো এলাকা থেকে নেমে গেছে পানি। দেখা মিলছে বিধ্বস্ত রাস্তাঘাট, কালভার্ট; একই সঙ্গে উপড়েপড়া গাছপালাও।

[৭] লণ্ডভণ্ড হয়ে গেছে মাতামুহুরী তীরের গাইডওয়াল দিয়ে নির্মিত বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সিদ্দিকী সড়কটি। একইসঙ্গে সড়কের প্রায় দুইশ মিটারের গাইডওয়ালটি ভেঙে বিশাল গর্ত তৈরি  হয়েছে।

[৮] চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, চকরিয়া উপজেলায় ভারী বৃষ্টিপাত কমে গেছে। এই অবস্থায় মাতামুহুরী নদী থেকে ঢলের পানিও নেমে গেছে। শুক্রবার সকালের দিকে সব এলাকা থেকে ঢলের পানি নেমে গেছে। 

[৯]বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী বলেন, মাতামুহুরী নদী থেকে ঢলের পানি নামার মুহূর্তে উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙনের কবলে পড়েছে জনবসতি, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা। 

[১০] বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী বলেন, মাতামুহুরী নদী থেকে ঢলের পানি নামার মুহূর্তে বিভিন্ন এলাকায় ভাঙনের কবলে পড়েছে জনবসতি, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা।

[১১]কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান জানান, বন্যা কবলিত এলাকা গুলো স্ব-স্ব উপজেলা নির্বাহী উপজেলা অফিসারদের পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান